নীড় পাতা / জেলা জুড়ে / শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে নাটোরে মানববন্ধন করেছে জেলা কিন্ডারগার্টেন এ্যাসোশিয়েশন

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে নাটোরে মানববন্ধন করেছে জেলা কিন্ডারগার্টেন এ্যাসোশিয়েশন

নিজস্ব প্রতিবেদক:
১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে নাটোরে মানববন্ধন করেছে জেলা কিন্ডারগার্টেন এ্যাসোশিয়েশন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সহ সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক নবী নেওয়াজ পিন্টু।

এ সময় বক্তারা বলেন, করোনা সংক্রমণের কারণে সরকার গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ ঘোষণা করেন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। আগামী ১ সেপ্টেম্বর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুুতি চললেও কিন্ডার গার্টেনগুলো খোলার কোন নির্দেশনা দেয়া হয়নি। এমন অবস্থায় শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে আগামী ১ সেপ্টেম্বর থেকে কিন্ডার গার্টেন চালুর ব্যাপারে নির্দেশনা জারীর জন্য প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদ বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত মন্ত্রীসহ সংশ্লিষ্ঠ সকলের হস্তক্ষেপ কামনা করা হয়।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …