নিজস্ব প্রতিবেদক, লালপুর:
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নাটোরের লালপুরে সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সন্মেলন স্থল সমাবেশে পরিনত হয়।
লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুর রহমান আকবরের সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আজবার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুল হক মুকুল, গোলাম কাউসার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, আওয়ামী লীগের নেতা শফিউল আলম, লালপুর শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মনোয়ার হোসেন নান্টু, উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু , ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, নাটোর জেলা তাতীঁলীগের সহ-সভাপতি আলতাফ হোসেন কুটি, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, লালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, প্রমুখ।
মাগরিব ও এশার নামাজের বিরতির পরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সর্ব সম্মতিক্রমে রাত ১০ টা ২৩ মিনিটের দিকে সভাপতি করা হয় মনোয়ার হোসেন নান্টুুুকে ও তৌহিদুল ইসলাম বাঘা কে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন ঘোষণা করা হয়েছে। এর আগে ওই ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।
