নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর ডিগ্রী কলেজে নেই শহীদ মিনার

লালপুর ডিগ্রী কলেজে নেই শহীদ মিনার


নিজস্ব প্রতিবেদক:
সরকারী আদেশ অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার থাকা বাধ্যতামূলক হলেও নাটোরের লালপুর ডিগ্রী কলেজ শহীদ মিনার নেই। একুশে ফেব্রুয়ারি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থিত শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাবে শিক্ষার্থীরা। তবে প্রতিবারের মত এবারও সেই সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশংকা রয়ে গেছে লালপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের। শহীদ মিনার না থাকার কারণে একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো থেকে বঞ্চিত হতে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত লালপুর ডিগ্রী কলেজটিতে আজও পর্যন্ত শহীদ মিনার নির্মাণ করা হয়নি।

এ বিষয়ে লালপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মাজেদ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন, নতুন এসেছি বিষয়টি জানা ছিলোনা। তবে কলেজের সভায় শহীদ মিনার র্নিমাণের প্রদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:নাটোর সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তারুল ইসলাম আলমের ২জন কর্মী-সমর্থকের …