নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে ১ জন সাবেক সংসদ সদস্য সহ ৯ জন মুক্তিযোদ্ধা গেজেট ভুক্ত

লালপুরে ১ জন সাবেক সংসদ সদস্য সহ ৯ জন মুক্তিযোদ্ধা গেজেট ভুক্ত



নিজস্ব প্রতিকেবদক, লালপুরঃ

মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রালয়ের গেজেট ও প্রজ্ঞাপন প্রকাশে নাটোরের লালপুরে ১ জন সাবেক সংসদ সদস্য সহ ৯ জন মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট ভুক্ত হয়েছে । জানা যায়, মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রালয় গেজেট অধিশাখা ২০ মে খ্রিঃ প্রকাশিত প্রজ্ঞাপন ও জাতীয় মুক্তিযোদ্ধ কাউন্সিলের ৬৬তম সভার সিন্ধান্ত মোতাবেক বে-সরকারী গেজেটে রাজশাহী বিভাগের নাটোর জেলার ২৯ জনের মধ্যে লালপুর উপজেলায় ৯ জন মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট ভুক্ত হয়েছে ।

গেজেট ভুক্তরা হলেন,লালপুর গ্রামের মৃত গণি খাঁর ছেলে সাহাব উদ্দিন ( গেজেটে ক্রমিক নং-১৪২২ ), চংধুপইলের মৃত বিয়ারকুল প্রাঃ এর ছেলে আবুল কালাম ( ক্রমিক নং-১৪২৩),গোসাইপুর গ্রামের মৃত বাহার শেখের ছেলে আমজাদ হোসেন ( ক্রমিক নং-১৪২৪), মহরকয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে শহীদ মজিবর রহমান ( ক্রমিক নং-১৪২৫),বিলমাড়ীয়া গ্রামের মৃত বাহাদুর বিশ্বাসের ছেলে সাবান বিশ্বাস ( ক্রমিক নং-১৪২৬),কুজিপুকুর গ্রামের মৃত হায়াত উল্লাহ এর ছেলে মৃত জমশেদ আলী ( ক্রমিক নং- ১৪২৭), ফুলবাড়ী গ্রামের মৃত রিয়াজ উল্লাহ এর ছেলে মরহুম রোস্তম আলী সরকার ( ক্রমিক নং- ১৪২৮),আট্রিকা গ্রামের মৃত এবাদুল্লা প্রাঃ এর ছেলে মৃত জাহাঙ্গীর আলম ( ক্রমিক নং-১৪২৯) এরা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট ভুক্ত হয়েছে ।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …