নীড় পাতা / আইন-আদালত / লালপুরে হতদরিদ্রের তালিকা নিয়ে ইউপি মেম্বারের বিরুদ্ধে নয়-ছয়ের অভিযোগ

লালপুরে হতদরিদ্রের তালিকা নিয়ে ইউপি মেম্বারের বিরুদ্ধে নয়-ছয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,লালপুর:
লালপুরের মোড়দহ গ্রামের হাবিবুর রহমানের নাম হতদরিদ্রের তালিকায় অন্তর্ভুক্ত থাকলেও ৪ বছর যাবত চাউল পায় না। ইউপি সদস্য ৫ হাজার টাকার বিনিময়ে ১০ টাকা কেজির চাউলের কার্ডটি বিক্রি করেছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেছেন হবিবুর।
এ ব্যাপারে হাবিবুর রহমান জানান, গত ১৪ আক্টোবর উপজেলার আরবাব ইউনিয়নের সাধুপাড়া বাজারে ডিলার নাসির উদ্দিন চাউল বিতরণকালে একজনের মাধ্যমে জানতে পারে ৭৭১ নং ক্রমিকে নিজের নাম রয়েছে। সে খোঁজ নিয়ে জানতে পারেন একই গ্রমের মহিবুল ইসলামের নিকট ইউপি মেম্বার মহির উদ্দিন ৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেছেন।
এ ব্যাপারে ইউপি সদস্য মহির উদ্দিন বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানিনা, সরকারি কর্মচারিদের দিয়ে যাচাই- বাচাই করা হয়েছে।
এব্যাপারে লালপুর উপজেলা নিবাহী কর্মকতা উম্মুল বানীন দ্যুতি জানান লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

গুরুদাসপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক: চলতি বোরো মওসুমে নাটোরের গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে সরকারি ধান-চাল সংগ্রহের উদ্বোধন …