নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত

লালপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে স্ত্রী  কে হত্যা মামলায় স্বামী আব্দুল জব্বারকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার বিকেল ৩ টার দিকে  নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায়ের আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আব্দুল জব্বার লালপুর উপজেলার মোহরকয়া পশ্চিম পাড়া এলাকার ইসাহাক আলীর ছেলে। 

মামলা সুত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ জুলাই দ্বিতীয় বিবাহ করা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে  স্বামী আব্দুল জব্বার তার স্ত্রী স্মৃতি খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহটি বাড়ীর পাশে পুকুরে ফেলে দেয় স্বামী। ঘটনার পরদিন সকালে পুলিশ খবর পেয়ে মরদেহটি পুকুর থেকে উদ্ধার ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় পুলিশ আব্দুল জব্বারের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। এরপর আদালতের বিচারক মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আব্দুল জব্বারকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দেন। আদেশে আরো বলা হয় আসামী গ্রেফতারের পর হাজত বাস সময়টুকু দন্ড থেকে বাদ যাবে।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …