নীড় পাতা / আইন-আদালত / লালপুরে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের দায়ে জরিমানা ও কারাদণ্ড

লালপুরে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের দায়ে জরিমানা ও কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণের অপরাধে দুই ব্যবসায়ীর একজনকে ১ লক্ষ টাকা জরিমানা এবং অপরজনকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

দন্ডিতরা হলেন বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে ভুট্টু মিয়া এবং একই গ্রামের মৃত জানবক্সের ছেলে কাবিল হোসন। এরমধ্যে ভুট্টু মিয়াকে এক লক্ষ টাকা জরিমানা ও কাবিল হোসেনকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার।

আজ বুধবার সকালে সিপিসি-২, র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসানের নেতৃত্বে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় জব্দ করা হয় ৮ হাজার কেজি ভেজাল গুড় সহ গুড় তৈরির উপকরণ ৭ কেজি চুন,২ কেজি হাইড্রোজ,২ লিটার ক্ষতিকর রং, ৩ কেজি ডালডা, ২ কেজি বাটার, ১০০ কেজি চিনি ও ছয়শটি গুড় তৈরির মাটির বাটি।

র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ধংস করা হয়েছে।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …