নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে বৃষ্টির পানি গড়াকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে আহত- ১

লালপুরে বৃষ্টির পানি গড়াকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে আহত- ১


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর উপজেলা বৃষ্টির পানিগড়া কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রজব আলী নামে একজন আহত হয়েছেন। আজ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার  ৫নং বিলমাড়িয়া ইউনিয়নে নাগশোষা গ্রামে এই ঘটনা ঘটে। আহত রজব সরদার (৩৫) একই এলাকার ফজর সরদারের ছেলে।  

এলাকাবাসী জানায়, আজ ১৩ সেপ্টেম্বর দুপুর পৌনে দুইটার দিকে দুই প্রতিবেশী রজব আলি এবং সুমন (৪০) মধ্যে মারামারি শুরু হলে এক পর্যায়ে সুমন অবৈধ অস্ত্র দ্বারা গুলি করলে ভিকটিম রজব সরদারের নাভির নিচে বাম পাশে এক রাউন্ড গুলিবিদ্ধ হয়। ভিকটিমের আত্মীয়-স্বজন গুলিবিদ্ধ অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে এক রাউন্ড গুলির খোসা ও এক রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেন। বর্তমানে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে পরিস্থিতি স্বাভাবিক।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …