বৃহস্পতিবার , মে ২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে বালুর টাকা ভাগাভাগি নিয়ে গুলি বর্ষণ ড্রাইভার ও হেলফার গুলিবিদ্ধ

লালপুরে বালুর টাকা ভাগাভাগি নিয়ে গুলি বর্ষণ ড্রাইভার ও হেলফার গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে পদ্মা নদীর জেগে ওঠা চরে অবৈধভাবে বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে উপজেলার লক্ষীপুর পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের পাশে অবৈধভাবে বালু উত্তোলনের জায়গায় ওই ঘটনা ঘটে বলে জানা গেছে। এঘটনায় বালু কাটার ফ্লোটারের ড্রাইভার ও হেলপার গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয়দের মধ্যে গুঞ্জন উঠেছে। তবে তাদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।

এছাড়া গুলি বর্ষণের শব্দে আতংকে পড়েন বলেন জানান স্থানীয়রা। মতামত,নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন বলেন,এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সদয় হস্তক্ষেপ কামনা করেন। আর ইউপি সদস্য ঝন্টু বলেন,বালুর টাকা ভাগাভাগি নিয়ে বালু উত্তোলনকারীদের নিজেদের মধ্যে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। তবে লালপুর থানার ওসি নাছিম আহমেদ বলেন,এই ধরনের কোন ঘটনার অভিযোগ পাইনি। 

আরও দেখুন

হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:মহান আর্ন্তজাতিক পহেলা মে দিবস উদযাপন উপলক্ষে এক দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের …