নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

লালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে উন্নত প্রযুক্তি নির্ভর সার, পাটবীজ ও মাসকলাই বীজ বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম মাহমুদুল হক মুকুল, সাবেক সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, পাট কর্মকর্তা দুর্জয় হোসেন প্রমুখ।

এ সময় ৩০০জন প্রান্তিক কৃষকের মাঝে সার ও পাটবীজ এবং ১০০ জন কৃষকের মাঝে মাসকলাই বীজ বিতরণ করা হয়।

আরও দেখুন

নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল সুগার মিলের চলমান মৌসুমি জনবল থেকে স্থায়ীকরণ স্থগিতাদেশ প্রত্যাহার এবং সরকার …