শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

লালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে উন্নত প্রযুক্তি নির্ভর সার, পাটবীজ ও মাসকলাই বীজ বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম মাহমুদুল হক মুকুল, সাবেক সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, পাট কর্মকর্তা দুর্জয় হোসেন প্রমুখ।

এ সময় ৩০০জন প্রান্তিক কৃষকের মাঝে সার ও পাটবীজ এবং ১০০ জন কৃষকের মাঝে মাসকলাই বীজ বিতরণ করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …