নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে পাট চাষীদের মাঝে সার বিতরণ

লালপুরে পাট চাষীদের মাঝে সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাছাইকৃত পাট চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পাট চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন জুয়েল, উপ-সহকারী পাট কর্মকর্তা দুরজয় হোসেন প্রমুখ। এ সময় উপজেলার দ্ইু হাজার দুইশত পাট চাষীর মাঝে পাঁচ কেজি ইউরিয়া, দুই কেজি টিএসপি, আড়াই কেজি এমওপি সহ মোট নয় কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।

আরও দেখুন

গুরুদাসপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক: চলতি বোরো মওসুমে নাটোরের গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে সরকারি ধান-চাল সংগ্রহের উদ্বোধন …