রবিবার , এপ্রিল ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত

লালপুরে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ডিসেম্বর) সকালে উপজেলার আড়বাব ইউনিয়ন হলরুমে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় নারী অধিকার ও অন্তর্ভুক্তিমুলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্প ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের তরুণ যুব সমাজের নারী পুরুষদের সংগঠিত করে আলোচনা সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের সভা প্রধান ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও এফ এফ সুনীল কুমারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আড়বাব ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আড়বাব ইউপি ভুমি সহকারী এস.এম. মিনহাজুল ইসলাম, উপজেলা সিএমও সভাপতি মোতালেব হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, ইউপি সদস্য ও গ্রাম সিএমওর সদস্যরা।

আলোচনা সভা শেষে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে পুরোদমে চলছে বোরো ধান কাটা-মাড়াই

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলার শস্য ভান্ডার হিসেবে খ্যাত নন্দীগ্রাম উপজেলা। এখন এই উপজেলায় পুরোদমে চলছে …