নীড় পাতা / আইন-আদালত / লালপুরে দুই বিড়ির লেবেল বিক্রেতা আটক

লালপুরে দুই বিড়ির লেবেল বিক্রেতা আটক

বিশেষ প্রতিবেদকঃ
নাটোরের লালপুরে দুই অবৈধ বিড়ির লেবেল (ব্যবহৃত ব্যন্ডরোল) বিক্রেতাকে আটক করেছে লালপুর থানার পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারী) রাত ৯টার দিকে ছোট ময়না এলাকা থেকে তাদের আটককরা হয়। আটককৃতরা হলেন- উপজেলার ছোটময়না গ্রামের আব্দুল কুদ্দুস প্রাংএর ছেলে সবুজ আলী (২৫) ও একই এলাকার মৃত গহের আলীর ছেলে আসমান প্রাং (৪৫)। 

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মমনিুল হক বলেন, ‘আটককৃতরা দীর্ঘদিন থেকে বাংলাদেশ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ খোলা বাজার থেকে ব্যবহৃত ব্যন্ডরোল সংগ্রহ করে শীর্ষ বিড়ি-সিগারেটের ব্যবসায়ী প্রতিষ্ঠানদের নিকটে লেবেলের ব্যবসা করে আসছিলো। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বুধবার তাদের নামে লালপুর থানায় ১৫১ ধরায় মামলা দিয়ে নাটোর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে বলেন জানান তিনি।’ 

লালপুর থানার ওসি সেলিম রেজা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

দ্বিতীয় ধাপে নাটোরের ২টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে আগামীকাল ২১ মে নাটোরের লালপুর এবং বাগাতিপাড়া …