নীড় পাতা / আইন-আদালত / লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে বিজলী (৪০) নামের চার সন্তানের জননী আত্মহত্যা করেছে। সে উপজেলার লালপুর মোহরকয়া নতুনপাড়া গ্রামের হাসমত আলীর স্ত্রী। রবিবার (৬ ফেব্রুয়ারি) মধ্য রাতে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া নতুন পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, মধ্য রাতের কোন এক সময় পরিবারের সকলের অগোচরে বিজলী খাতুন ইঁদুর মারা গ্যাস ট্যালেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত চিকিৎসার জন্য লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসাধীন অবস্থায় রাতেই বিজলী মৃত্যু বরণ করলে স্বজনরা তড়িঘড়ি করে তার মরদেহ মোহরকয়া গ্রামে নিয়ে যায়। এই ঘটনাই লালপুর থানা পুলিশ জানতে পেয়ে রবিবার (৭ ফেব্রুয়ারি) লালপুর থানা পুলিশের এস আই ফজলুল হক বিজলীর মরদেহের সুরুতহাল রিপোর্ট তৌরী করে মৃত্যুর রহস্যা উদঘাটনের জন্য নাটোর মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, এ ঘটনায় লালপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে, মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …