বৃহস্পতিবার , মে ২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে গুড় ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন 

লালপুরে গুড় ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক, লালপুর:

নাটোরের লালপুরে প্রশাসনের স্বেচ্ছাচারিতায় ক্ষতির সম্মুখীন ক্ষুদ্র শিল্প গুড় ব্যবসায়ীদের উপর অমানবিক নির্যাতনের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করছে ভুক্তভোগীরা । আজ শনিবার দুপুরে দিলালপুর গ্রামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সামসুল হক বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলস্ কতৃপক্ষ সাধারণ মানুষের মাঝে মিলের কয়েক হাজার জমি লিজ দিয়েছেন। এসব জমিতে আলু,গম,মশুর ডাল চাষ করছে। আর চাষীদের মিল কর্তৃপক্ষ আখে নায্য মূল্য দিচ্ছে না। তাই ক্ষুদ্র শিল্প গুড় ব্যবসায়ীদের নিকট মিলের চেয়ে বেশি মূল্যে আখ বিক্রয় করেছে চাষীরা। এতে সুগার মিলস্ কতৃপক্ষ ক্ষুদ্র গুড় ব্যবসায়ীদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। সুগার মিলস্ কতৃপক্ষ নির্যাতন থেকে প্রতিকার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন,সরকারী নির্দেশ অনুযায়ী অবৈধ পাওয়ার কাঁসার বন্ধ করার জন্য অভিযান চালানো হয়েছে। সুগার মিলটি রক্ষা করতে মিলে আখ সরবরাহ করার জন্য চাষীদের আহ্বান জানান তিনি। এবিষয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম বলেন, বিধি মোতাবেক অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও দেখুন

হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:মহান আর্ন্তজাতিক পহেলা মে দিবস উদযাপন উপলক্ষে এক দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের …