নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরের বুধপাড়া কালী মন্দিরে ভারতীয় সহকারী হাই কমিশনার

লালপুরের বুধপাড়া কালী মন্দিরে ভারতীয় সহকারী হাই কমিশনার

বিশেষ প্রতিবেদক:
লালপুরের বুধপাড়া কালীমন্দিরে ভারতীয় সহকারী হাই কমিশনার এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরের শ্রী শ্রী কালী মাতা মন্দির ও গোবিন্দ বিগ্রহ মন্দির কমিটি আয়োজনে আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে লালপুরের বুধপাড়া কালীমন্দিরে ভারতীয় হাইকমিশনারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর নাটোর জেলার সভাপতি ও নাটোর পৌর মেয়র উমা চৌধুরী, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খগেন্দ্র নাথ রায়, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় সকল ধর্ম-বর্ণের মানুষ সম্প্রীতিতে বসবাস করবে, এখানে অসম্প্রদায়িকতার কোন স্থান নেই।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:নাটোর সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তারুল ইসলাম আলমের ২জন কর্মী-সমর্থকের …