শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরের বুধপাড়া কালী মন্দিরে ভারতীয় সহকারী হাই কমিশনার

লালপুরের বুধপাড়া কালী মন্দিরে ভারতীয় সহকারী হাই কমিশনার

বিশেষ প্রতিবেদক:
লালপুরের বুধপাড়া কালীমন্দিরে ভারতীয় সহকারী হাই কমিশনার এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরের শ্রী শ্রী কালী মাতা মন্দির ও গোবিন্দ বিগ্রহ মন্দির কমিটি আয়োজনে আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে লালপুরের বুধপাড়া কালীমন্দিরে ভারতীয় হাইকমিশনারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর নাটোর জেলার সভাপতি ও নাটোর পৌর মেয়র উমা চৌধুরী, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খগেন্দ্র নাথ রায়, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় সকল ধর্ম-বর্ণের মানুষ সম্প্রীতিতে বসবাস করবে, এখানে অসম্প্রদায়িকতার কোন স্থান নেই।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …