নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরের ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

লালপুরের ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরে ১ কোটি ৯৬ লাখ ২৫ হাজার ৪শ ১০ টাকা  বাজেট ঘোষণা করা হয়েছে । শনিবার সকালে ইউনিয়ন পরিষদ এর মিলাতয়াতনে এই বাজেট ঘোষণা করেন সচিব আরিফুল ইসলাম । 

আগামী অর্থ বছরে  আয় ধরা হয়েছে ১ কোটি ৯৬ লাখ ২৫ হাজার ৪শ ১০ টাকা । ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার৫শ ১০ টাকা । উদ্ধৃত্ত ধরা হয়েছে ১লাখ ৭৪ হাজার ৯ শ টাকা ।  করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে এই বাজেট সভা অনুষ্ঠিত হয় ।

ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …