নীড় পাতা / উত্তরবঙ্গ / রোড রোলারে চাপা পড়ে স্বামী-স্ত্রী নিহত

রোড রোলারে চাপা পড়ে স্বামী-স্ত্রী নিহত


দিনাজপুরের বিরল উপজেলায় সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত রোড রোলারের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন


নিউজ ডেস্ক:
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিরল উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের নোনাগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র কছিমউদ্দীন (৭০) ও তার স্ত্রী ছমেনা বেগম (৬৫)। এ ঘটনায় আহত হয়েছেন তাদের নাতি ওমর ফারুক।

বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, কছিমউদ্দীন ও তার স্ত্রী ছমেনা বেগম নাতি ওমর ফারুকের মোটরসাইকেলে বিরলের ভান্ডারায় এক আত্মীয়ের বাড়ি থেকে পীরগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যায় নোনাগ্রাম এলাকায় সড়ক নির্মাণের কাজে নিয়োজিত একটি চলন্ত রোলারের নিচে তারা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হয়। মোটরসাইকেল চালক নাতি উমর ফারুককে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: ডিবিসি নিউজ

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:নাটোর সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তারুল ইসলাম আলমের ২জন কর্মী-সমর্থকের …