নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনায় আক্রান্ত

সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক:

প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন দেশের প্রখ্যাত এ সংগীত শিল্পী।

রেজওয়ানা চৌধুরী বন্যা গণমাধ্যমকে জানিয়েছেন, তার শারীরিক অবস্থা ভালো আছে। করোনা নমুনা রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর থেকে বাসাতেই আইসোলেশনে আছেন বলেও জানান তিনি।

১২ দিন আগে সংক্রমিত হওয়ার কথা জানিয়ে এ সংগীত শিল্পী জানান, আগামী মঙ্গলবার দ্বিতীয়বারের মত তার নমুনা নেওয়া হবে পরীক্ষার জন্য। এবারে রিপোর্ট নেগেটিভ আসবে বলেও আশা প্রকাশ করেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়াও দেশে ও দেশের বাইরে নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন বন্যা।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …