সোমবার , এপ্রিল ১৪ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / রুবেল-লিটন আউট,শুকুর-মুকুর ইন!

রুবেল-লিটন আউট,শুকুর-মুকুর ইন!


নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
নাটোরের নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি রইস উদ্দিন রুবেল ও সাধারন সম্পাদক তৌহিদুর রহমান লিটক কে বাদ দিয়ে নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় আওয়ালীগের নেতারা। নতুন নলডাঙ্গা উপজেলা কমিটির আব্দুস শুকুর কে সভাপতি ও মুশফিকুর রহমান মুকু কে সাধারন সম্পাদক করে এক পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন। বুধবার রাজধানীর ধানমন্ডি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নাটোর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা এ নির্দেশনা দেন। এসময় কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক মন্ত্রী ওবাইদুল কাদের,যুগ্ন সম্পাদক ও তথ্য মন্ত্রী হাসান মাহমুদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও গুরুদাসপুর আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, সাধারন সম্পাদক ও নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ উপস্থিত ছিলেন। বিষয়টি নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদজ্জামান আসাদ ও নলডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির সহ অন্য নেতারা এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বছরের ৮ ডিসেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনে নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সরাসরি তৃণমুল নেতাকর্মিদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রইস উদ্দিন রুবেল সভাপতি ও তৌহিদুর রহমান লিটন সাধারন সম্পাদক নির্বাচিত হন।
পূর্বের উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি রইস উদ্দিন রুবেল বিডিআর বিদ্রোহ মামলার সাজাপাপ্ত আসামী হওয়ায় ও সাধারন সম্পাদক তৌহিদুর রহমান লিটন দলীয় শৃংখলা বিরোধী মাদক ও সন্ত্রাস চাঁদাবাজির অভিযোগের একাধিক মামলার অভিযোগ থাকায় কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতারা তাদের বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে এবাধিক সূত্রে জানা গেছে।

আরও দেখুন

নাটোরে মাদ্রাসা থেকে শিক্ষার্থী মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে মাদ্রাসার একটি কক্ষ থেকে মক্তব বিভাগের শিক্ষার্থী সিয়াম হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *