নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / রুদ্র অয়ন এর কবিতা“আটই ফাগুন”

রুদ্র অয়ন এর কবিতা“আটই ফাগুন”

আটই ফাগুন

ভাষার তরে স্লোগান মিছিলের
বিশাল দারুণ ঝড়ে,
পশ্চিমাদের  ভিত্তি সেদিনই
হয়েছিলো নড়বড়ে। 

ভাষার দাবিতে দামাল ছেলেদের
বুকের রক্ত ঝড়ে,
আটই ফাগুন- একুশে ফেব্রুয়ারি
ভুলবো কেমন করে! 

শহীদ মিনারের ফুলগুলো আজ
বলে যেনো মাকে ডাকি,
আমরা যে ফুল হয়ে জেগেছি মাগো চিনতে  পারিস  নাকি?     

লেখক: রুদ্র অয়ন

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …