বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / রুদ্র অয়ন এর কবিতা“আটই ফাগুন”

রুদ্র অয়ন এর কবিতা“আটই ফাগুন”

আটই ফাগুন

ভাষার তরে স্লোগান মিছিলের
বিশাল দারুণ ঝড়ে,
পশ্চিমাদের  ভিত্তি সেদিনই
হয়েছিলো নড়বড়ে। 

ভাষার দাবিতে দামাল ছেলেদের
বুকের রক্ত ঝড়ে,
আটই ফাগুন- একুশে ফেব্রুয়ারি
ভুলবো কেমন করে! 

শহীদ মিনারের ফুলগুলো আজ
বলে যেনো মাকে ডাকি,
আমরা যে ফুল হয়ে জেগেছি মাগো চিনতে  পারিস  নাকি?     

লেখক: রুদ্র অয়ন

আরও দেখুন

স্বপনচারিনীর বসন্ত বিলাস 

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,মীম সরদার তুমি কি-সেই স্বপ্নের মানব    তুমি অবতার কোথায় পাব ; সুদর্শন আকৃতি …