নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগর কেন্দ্রীয় মন্দিরের উন্নয়ন ও সংস্কা কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

রাণীনগর কেন্দ্রীয় মন্দিরের উন্নয়ন ও সংস্কা কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর উপজেলা সদরের কালীবাড়ী হাট কেন্দ্রীয় মন্দিরের উন্নয়ন ও সংস্কার কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। সমগ্রহ দেশে সনাতন ধর্মালম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের আওতায় বৃহস্পতিবার বিকেলে এই উদ্বোধন করা হয়।

অত্র কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার মহন্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু ।

এছাড়া রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, মন্দির কমিটির সহ-সভাপতি আনন্দ দেবনাথ, সম্পাদক অমল কৃষ্ণ সরকার, কোষাধক্ষ্য প্রদীপ পোদ্দার ও প্রচার সম্পাদক সাংবাদিক মনোরঞ্জন চন্দ্র প্রমূখ।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ 

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর উপজেলার প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে …