শনিবার , এপ্রিল ২৭ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / রাণীনগরে ১৬ মামলার আসামী সজিব গ্রেফতার

রাণীনগরে ১৬ মামলার আসামী সজিব গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ১৬ মামলার আলোচিত আসামী সজিব কাজী (৩৩)কে গ্রেফতার করেছে। রবিবার রাতে উপজেলার সিম্বা এলাকা থেকে গরু চুরির মামলায় তাকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। সজিব উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল ইসলাম লুক্কার ছেলে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, গত ৫ ডিসেম্বর রাতে উপজেলার গোনা গ্রামের জাহিদুর রহমানের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়। এঘটনায় থানাপুলিশ অভিযান চালিয়ে গত ৮ডিসেম্বর রাতে উপজেলার পূর্ব বালুভরা গ্রামে অভিযান চালিয়ে চোরাই গরু উদ্ধার এবং ফারুক হোসেন (৩৫) নামে এক জনকে আটক করে। আটক ফারুকের দেয়া তথ্য মতে এবং পুলিশের তদন্তে সজিব হোসেনের নাম জড়িয়ে পরে। সেই থেকে সজিব পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সোহেল মান্না সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার রাতে অভিযান চালিয়ে সিম্বা এলাকা থেকে সজিবকে গ্রেফতার করে।

ওসি শাহিন আকন্দ আরো জানান, গ্রেফতার সজিবের বিরুদ্ধে একটি হত্যা, একটি অপহরণ, একটি ধর্ষণ, দুইটি মাদক, চারটি চুরি ও আরো সাতটি মারপিটসহ মোট ১৬টি মামলা রয়েছে।

আরও দেখুন

বৈশাখের খরতাপে চলনবিলে শ্রমিকের মাঝে স্যালাইন-পানি বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: বৈশাখের তীব্র তাপদাহে মানুষ ও প্রাণীকুলের জীবন-যাপন হাঁসফাঁস অবস্থা। বিশেষ করে চলনবিলের কৃষি …