নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরে হানাদার মুক্ত দিবস উদযাপন

রাণীনগরে হানাদার মুক্ত দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক,রাণীনগর:  
১০ই ডিসেম্বর (শুক্রবার) নওগাঁর রাণীনগর উপজেলা হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে এদিন সকালে রাণীনগর মুক্তিযোদ্ধা সংসদ ও ইউনিট কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য রালী বের করা হয়।

র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রালীটি উপজেলা বাসস্ট্যান্ডের গোলচত্বরে মুক্তিযোদ্ধা ভাস্কর্যে গিয়ে শেষ হয়। কিভাবে ১০ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা রাণীনগর হানাদার মুক্ত করেন সে বিষয়ে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মুক্তিযোদ্ধা ভাস্কর্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সোলায়মান আলী সহ অনেকেই।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারি কমান্ডার মোসলেম উদ্দিন, সহকারি কমান্ডার আয়েজ উদ্দিন সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …