নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে মাঠ থেকে কৃষকের দু‘টি শ্যালোমেশিন চুরি

রাণীনগরে মাঠ থেকে কৃষকের দু‘টি শ্যালোমেশিন চুরি

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে ধানের মাঠ থেকে একই রাতে কৃষকের দু‘টি শ্যালোমেশিন চুরির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার একডালা ইউনিয়নের স্থল গ্রামের পশ্চিম মাঠ থেকে এই চুরির ঘটনা ঘটে।স্থল গ্রামের ইব্রাহিম আলীর ছেলে কৃষক হাফিজুর রহমান বলেন,চলতি মৌসুমে ডিজেল চালিত শ্যালোমেশিন দিয়ে বোরো ধানের জমিতে পানি সেচ দিচ্ছেন। গভীর রাতে চোরেরা মাঠ থেকে তার শ্যালোমেশিন চুরি করে। একই রাতে একই গ্রামের জামেদ আলীর ছেলে বাচ্চুরও একটি শ্যালোমেশিন চুরির ঘটনা ঘটে। তিনি বলেন,মেশিন চুরি করে পালানোর সময় পার্শ্ববতি গভীর নলকূপের পাহারাদার দেখতে পেয়ে আমাদেরকে জানালে গ্রামের লোকজনসহ ছুটে গিয়ে চোরদের ধরতে পারিনি। তারা পিকআপ গাড়ীতে করে নিয়ে পালিয়ে গেছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন,বিষয়টি এখনো কেউ জানায়নি বা কোন অভিযোগ করেনি। তার পরেও ঘটনাটি ক্ষতিয়ে দেখা হবে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় সেরা শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে সেরা শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান নির্বাচিত …