নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে বিদ্যুৎ স্পর্শে বৃদ্ধা নিহত – আহত ৩

রাণীনগরে বিদ্যুৎ স্পর্শে বৃদ্ধা নিহত – আহত ৩

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে বিদ্যুৎ স্পর্শে মিলন বালা পাল (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় গোবিন্দ পাল(৫৫), স্ত্রী সন্ধ্যা রাণী(৪৫) ও গোবিন্দের ভাই আনন্দ পাল (৬০) নামে তিনজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামে। এঘটনায় রাণীনগর থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোবিন্দ পালের বড় ভাই আনন্দ পাল জানান, সম্প্রতি তারা একটি নতুন বাসা নির্মান করেছেন। গত দুই দিন আগে তারা পুরাতন বাসা ছেরে নতুন বাসায় ওঠেছেন। বাসার সমস্ত কাজ শেষ করতে না পারায় মেইন গেটের মধ্য দিয়ে ঘর থেকে বিদ্যুতের তার টেনে আঙ্গিনার মধ্যে বসানো মটরে সংযোগ নিয়েছেন। এতে কেচি গেট আটকানোর সময় তার কেটে গিয়ে পুরো দরজা বিদ্যুতায়িত হয়ে পরে।

এদিন সকাল অনুমান সাড়ে ৫টা নাগাদ গোবিন্দ ঘুম থেকে ওঠে অসাবধানতা বসত মেইন গেট খোলার সময় বিদ্যুৎ স্পর্শে গোবিন্দ পাল পরে যায়। দেখতে পেয়ে গোবিন্দের স্ত্রী সন্ধ্যা রাণী এগিয়ে এসে দরজায় হাত দিলে সেও ছিটকে পরে যায়। এ সময় গোবিন্দের শ্বাশুড়ী মিলন বালা এসে দরজায় হাত দিলে ছিটকে পরে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় গোবিন্দ পালের বড় ভাই আনন্দ পাল ছুটে আসলে দরজায় হাত স্পর্শ করতেই তিনিও ছিটকে পরে আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে রাণীনগর থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে আসেন। ঘটনা তদন্ত করে কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ 

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর উপজেলার প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে …