নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৩

রাণীনগরে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে জুয়ার আসরে হানা দিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জমাদি,নগদ টাকা ও দুইটি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান, উপজেলার করজগ্রাম সরদারের ভিটা নামকস্থানে জুয়া চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধায় অভিযান চালায় পুলিশ। এসময় জুয়া খেলা অবস্থায় আসর থেকে তিনজন কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার রাতোয়াল গ্রামের রাজু আহম্মেদ (৪৩), করজগ্রাম সখিন পাড়ার সবুজ হোসেন (৪০) ও করজগ্রাম দোগাছি পাড়ার ইউনুছ আলী(৪০)।

এসময় জুয়ার আসর থেকে নগদ ২৩হাজার একশত টাকা, দুইটি মটরসাইকেল, ও একসেট তাসসহ জুয়া খেলার সরঞ্জমাদী উদ্ধার করা হয়। এঘটনায় জুয়া আইনে মামলা রুজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …