নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরে আনসার ভিডিপি’র উদ্যোগে চার হাজার তালবীজ রোপনের উদ্বোধন

রাণীনগরে আনসার ভিডিপি’র উদ্যোগে চার হাজার তালবীজ রোপনের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: 
নওগাঁর রাণীনগর উপজেলা আনসার ভিডিপি অফিসের উদ্যোগে উপজেলা জুরে চার হাজার তালবীজ রোপনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার আবাদপুকুর-রাণীনগর রাস্তার হরিপুর নামক স্থানে বীজ রোপনের উদ্বোধন করেন উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সিরাজুল ইসলাম। 

কমান্ডার সিরাজুল ইসলাম জানান, বজ্রপাত নিরোধে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ঠ নির্দেশনা অনুযায়ী তালবীজ রোপন করা হচ্ছে। উপজেলার বড়গাছা, কালীগ্রাম, একডালা, পারইল, গোনা, হরিপুর, ভাটকৈ ও রাতোয়ালসহ বিভিন্ন রাস্তায় চার হাজার তালবীজ রোপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে তাল বীজ রোপনের উদ্বোধন করা হয়।

এ সময় আনসার ও ভিডিপি সদস্য আব্দুস ছামাদ, মুজিবুল হোসেন, জিল্লুর রহমান, মাসুদ হোসেন, খাদিজা বিবি, রাবিয়া আক্তার ও সোনাভানসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নন্দীগ্রামে চড়কপূজার চড়কির গাছ ভেঙে চারজন আহত 

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে চড়কপূজার চড়কির গাছ ভেঙে চারজন আহত হয়েছে। শুক্রবার (১০ মে) ঘটনাটি …