শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী যুবমহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহী যুবমহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে বাংলাদেশ যুবমহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার বিকেলে পুষ্পস্তবক অর্পনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

বাংলাদেশ যুবমহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবমহিলা লীগের উদ্যোগে নগরীর কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

পুষ্পস্তবক অর্পনের পূর্বে এক বক্তৃতায় শাহীন আকার রেনী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন, সেটি সবার সহযোগিতায় বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। একইসাথে সুন্দর রাজশাহী গড়ার লক্ষ্যে আমাদের একসাথে কাজ করে যেতে হবে।

এ সময় রাজশাহী মহানগর যুবমহিলা লীগের সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …