নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / মৌখাড়া হাটে অতিরিক্ত হাসিল আদায় করায় দুইজনকে আটক করেছে পুলিশ

মৌখাড়া হাটে অতিরিক্ত হাসিল আদায় করায় দুইজনকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় করায় দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে তাদের হাট থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর জাহাঙ্গীর হোসেনের ছেলে আশিক আলী ও রহিম উদ্দিনের ছেলে মোশারফ।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট থেকে কোন ইজারাদার যাতে অতিরিক্ত হাসিল আদায় করতে না পারে এবং স্বাস্থ্য বিধি অনুসরণ করে হাট পরিচালনা করে এইজন্যেই হাট পরিদর্শনে যান তিনি।

এসময় এক ক্রেতার অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সত্যতা পাওয়ায় ২ ইজারাদার কে গ্রেপ্তার করা হয়। এসময় হাট ইজারাদারদের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য মৌখাড়া হাটে ৩শ টাকার হাসিল ৬শ টাকা ৫শ টাকার হাসিল ৭শ টাকা এইরকম করে অতিরিক্ত হাসিল আদায় করা হচ্ছিল বলে জানায় ভুক্তভোগীরা।

আরও দেখুন

একসাথে এসএসসি পাস করলেন সেই ২ নারী জনপ্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করা সেই ৩ নারী জনপ্রতিনিধি ২ জন …