নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / মুজিব বর্ষের প্রধানমন্ত্রীর উপহার ঘর পরিদর্শন করলেন-জিয়াউদ্দিন

মুজিব বর্ষের প্রধানমন্ত্রীর উপহার ঘর পরিদর্শন করলেন-জিয়াউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে মুজিব বর্ষের প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর অ্যাম্বাস্যাডার-অ্যাট-লার্জ ও মন্ত্রী পদমর্যাদার মোহাম্মদ জিয়াউদ্দিন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ভূমিহীন পরিবারের জন্য গোপালপুর পৌরসভার বিজয়পুর এলাকায় নির্মাণাধীন ১২ টি সেমিপাকা ঘর পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাম্বাস্যাডার-অ্যাট-লার্জ এর একান্ত সচিব বীর মুক্তিযোদ্ধা খুরশীদ এ.চৌধুরী, লে: কর্ণেল(অব:)রমজান আলী সরকার, লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, বড়াইগ্রাম সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব,লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …