নীড় পাতা / জেলা জুড়ে / মুজিববর্ষ উপলক্ষে নাটোরে ছাত্রলীগের বৃক্ষরোপন

মুজিববর্ষ উপলক্ষে নাটোরে ছাত্রলীগের বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক:
‘মুজিবর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান’ এই শ্লোগানে নাটোরে বৃক্ষরোপন কর্মসুটি পালন করেছে ছাত্রলীগ। রবিবার শহরের তেবাড়িয়া ও কাফুরিয়া এলাকায় মহাসড়কের পাশে ২০০ ফলদ ও বনজ গাছের চারা রোপন করেছেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ বিন আজিজ।

এ সময় ফরহাদ বিন আজিজ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সার্বিক তত্বাবধায়নে সারাদেশে তিনমাসব্যাপী ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসুচি বাস্তবায়নের লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন স্থানে ফলদ, বনজ গাছের চারা রোপন করা হয়। প্রথমদিনে ২০০টি গাছ রোপন করা হয়েছে। এই বৃক্ষরোপন কার্যক্রম অব্যাহত থাকবে। বৃক্ষরোপন কার্যক্রমে ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …