নীড় পাতা / উত্তরবঙ্গ / মুজিববর্ষে নিজ উদ্যোগে হাজারো গাছ লাগিয়েছেন অধ্যক্ষ আরিফ

মুজিববর্ষে নিজ উদ্যোগে হাজারো গাছ লাগিয়েছেন অধ্যক্ষ আরিফ

নওগাঁ প্রতিবেদক: করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেনতা সৃষ্টি, লিফলেট বিতরণ, মাক্স বিতরণ ও জীবানুনাশক ছিটানোসহ সকল জনসাধারনের পাশে রয়েছেন একজন সফল মানুষ। শুধু তাই নয়; মুজিববর্ষে দলের প্রত্যেককে তিনটি করে গাছ রোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে নওগাঁর মহাদেবপুরের রাইগাঁ ইউনিয়নে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নিয়েছেন তিনি। এছাড়া ওই মানুষটি দিন-রাত শ্রম দিয়ে যাচ্ছেন দল মত নির্বেশেষে সকল জনসাধানের জন্য। শুধু দিনে নয়; রাতের অন্ধকারেও গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। সফল ওই মানুষটি হলেন রাইগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান। জানা যায়, আরিফুর রহমান রাইগাঁ ইউনিয়নের বহুতি কবরস্থান, বহুতি জামে মসজিদ, শহরাই কবরস্থান, রাইগাঁ পূর্বপাড়া কবরস্থান, কানচকুড়ি মন্দির, কৃষ্নপুর, দাউল রাস্তা, মহেশপুর, হরিপুর জামে মসজিদ, হরিপুর, মহেশপুর, নৈখট্টি রাস্তা, সিলিমপুর শ্বশ্মান, ভবানীনগর জামে মসজিদ, বিরমগ্রাম জামে মসজিদ, দুজাটিয়া মসজিদ, বিরমগ্রাম মন্দির, বোয়লমারি মসজিদ, বোয়ালমারি মন্দির, বিড়মগ্রাম-খলিসাকুড়ি-বোয়ালমাড়ি রাস্তা, বিড়মগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ করেছেন। এ সময় তাকে সার্বিকভাবে সহযোগীতা করেন রাইগাঁ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেফজুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, সাদেক হোসেন, যুবলীগ নেতা আবু হাসান, মোনায়েম হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অধ্যক্ষ আরিফুর রহমান বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে চলতি আগষ্ট মাসের ১১ তারিখ থেকে রাইগাঁ ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিজ উদ্যোগে গ্রহণ করেছি। সমাজে তিনি সব সময় ভালো কাজ করে থাকেন। আর গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। গাছ সকলের বন্ধু। তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যক্তিগত ভাবে ইতোমধ্যে সাড়ে ৪ হাজার গাছ রোপন করেছেন। তিনি এ ধারা অব্যাহত রাখবেন।

আরও দেখুন

একসাথে এসএসসি পাস করলেন সেই ২ নারী জনপ্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করা সেই ৩ নারী জনপ্রতিনিধি ২ জন …