নীড় পাতা / জাতীয় / মিয়ানমারের রাষ্ট্রদূতকে ১৫ দিনের মধ্যে তৃতীয় দফায় তলব করা হচ্ছে

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ১৫ দিনের মধ্যে তৃতীয় দফায় তলব করা হচ্ছে

নিউজ ডেস্ক:
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর মর্টারের দুটি গোলা বাংলাদেশের ভূখণ্ডে পড়ার ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হবে। এ নিয়ে ১৫ দিনের মধ্যে তৃতীয় দফায় তলব করা হচ্ছে মিয়ানমারের রাষ্ট্রদূতকে।

আজ শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তের ঘটনায় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে আগামীকাল রোববার তলব করা হবে। এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হবে।

এর আগে গত মাসে দুই দফায় মিয়ানমারের ছোড়া মর্টারের গোলার বিস্ফোরিত অংশ ও অবিস্ফোরিত গোলা বাংলাদেশের সীমান্তের ভেতরে পড়ে। সে সময় এ ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত’ উল্লেখ করে রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশ ভূখণ্ডের ১২০ মিটার ভেতরে আজ সকালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গোলা দুটি এসে পড়ে। জনবসতিহীন পাহাড়ে গোলা দুটি বিস্ফোরিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ছাড়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে আজ মিয়ানমারের পাঁচটি যুদ্ধবিমানকে আকাশে চক্কর দিতে দেখা গেছে। মাঝেমধ্যে মিয়ানমারের যুদ্ধবিমান ও হেলিকপ্টারগুলো বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করে গুলিবর্ষণ করেছে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ 

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর উপজেলার প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে …