নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / মির্জাপুর দীঘা গ্রামে শ্রী শ্রী কালী মাতার পুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে

মির্জাপুর দীঘা গ্রামে শ্রী শ্রী কালী মাতার পুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক:
প্রতি বছরের ন্যায় এবারে মির্জাপুর দীঘা গ্রামে শ্রী শ্রী কালী মাতার পুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১১ ই জুন শনিবার থেকে তিন দিন ব্যাপী এই পুজা অনুষ্ঠিত হবে। আগামী ১১ ই জুন শনিবার রাত ১১টা থেকে পূজা শুরু হয়ে রাত্রী আড়াইটায় বলিদান এবং ভোর ৫টায় প্রসাদ বিতরণের মধ্য দিয়ে প্রথম দিনের পূজা শেষ হবে।

১২ ই জুন রবিবার দ্বিতীয় দিন বা মধ্যমপুজা আরম্ভ হবে সকাল দশটার দিকে। বলিদান দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত। বিকেল ৪টায় প্রসাদ বিতরণ রাত্রি ৯ টায় আরতী সমাপনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের পূজা অনুষ্ঠিত হবে। ১৩ ই জুন সোমবার শেষ দিনে পূজা আরম্ভ হবে সকাল দশটার দিকে। বলিদান দুপুর একটা থেকে তিনটা প্রসাদ বিতরণ বিকাল তিনটা হতে।

রাত্রি ৯টা হতে আরতী শেষে ভোর তিনটার দিকে বিসর্জন অনুষ্ঠিত হবে। মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার ঘোষ উক্ত পুজা অনুষ্ঠানে সকল ভক্ত বৃন্দকে পূজামন্ডপে উপস্থিত হয়ে মাতৃচরণ দর্শন পূর্বক সার্বিক সহযোগিতা করার জন্য সবিনয় আমন্ত্রণ জানিয়েছেন।

আরও দেখুন

নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল সুগার মিলের চলমান মৌসুমি জনবল থেকে স্থায়ীকরণ স্থগিতাদেশ প্রত্যাহার এবং সরকার …