শুক্রবার , এপ্রিল ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদক:
লালপুরে মনিহারপুর-রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ শিক্ষক-কর্মচারীর সিংহভাগ অনুপস্থিত, স্থানীয়দের ক্ষোভ এই শিরোনামে ১৬ ডিসেম্বর দৈনিক আশ্রয় প্রতিদিন ও ২৯ ডিসেম্বর সমিজিক যোগাযোগ বিশ্ব বার্তায় এ সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি দৃষ্টিগোচর হলে প্রতিবেদনটি পর্যাবেক্ষণ করে দেখা যায়, সংবাদটি সম্পন্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। সংবাদটিতে যে সকল শিক্ষকদের নাম হয়েছে তারা বিদ্যালয় সংশ্লিষ্ট কাজে ও ছাত্র-ছাত্রী ভর্তি কাজে ব্যস্ত ছিলেন, যাহা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অবগত ছিলেন।

কিছু স্বার্থম্বেষী মহল চক্রান্ত করে প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করতে এমন মিথ্যা সংবাদ প্রচার করেছে। এহেন মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান।

আরও দেখুন

বৈশাখের খরতাপে চলনবিলে শ্রমিকের মাঝে স্যালাইন-পানি বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: বৈশাখের তীব্র তাপদাহে মানুষ ও প্রাণীকুলের জীবন-যাপন হাঁসফাঁস অবস্থা। বিশেষ করে চলনবিলের কৃষি …