নীড় পাতা / উত্তরবঙ্গ / মান্দার পিকেএ উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ

মান্দার পিকেএ উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দায় পিকেএ উচ্চ বিদ্যালয়ে ১২ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর নিয়োগের অভিযোগ উঠেছে। আর এমন অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এবং ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের রিরুদ্ধে।এই নিয়োগ পরীক্ষা আগামীকাল সকাল ১০ টায় বিদ্যালয়ে নেওয়ার কথা রয়েছে। নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন নিয়োগ প্রার্থী বিজন কুমার।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বিষ্ঞপুর ইউনিয়নের পিকেএ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য আবেদন করেন বিজন কুমার। কিন্তু নিয়োগ প্রদানের পূর্বে অপর এক প্রার্থীর কাছ থেকে ১২ লক্ষ টাকা নেন বিদ্যালয় কর্তৃপক্ষ। আবার সেই প্রার্থীকে বাদ দিয়ে নতুন করে চলতি মাসের গত ২৪ তারিখ নিয়োগের বিজ্ঞাপন দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ১৬ জন প্রার্থী আবেদন করেন।জানা গেছে, ইতোপূর্বে বিদ্যালয়ে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর নিয়োগের জন্য বিষ্ঞপুর ইউনিয়নের শহরবাড়ি গ্রামের সুরেন্দ্রনাথের ছেলে ধনঞ্জয় দাসের কাছ থেকে অগ্রিম ১২ লক্ষ টাকা নিয়ে রেখেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে এ পদের একজন প্রার্থী বলেন, গত কয়েক বছর ধরে বিদ্যালয়ে রাতে পাহারাসহ বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছি। এই পদে নিয়োগ দেবেন বলে বিভিন্ন অযুহাতে প্রধান শিক্ষক আমার কাছে টাকা চেয়েছেন।

তিনি বলেন, আমার সাংসারিক অবস্থা শোচনীয়। গরু-ছাগল বিক্রি করে কিছু টাকা যোগাড় করেছিলাম। কিন্তু নিয়োগের আগে অন্য এক প্রার্থী মোটা অংকের টাকা দিতে চাওয়ায় প্রধান শিক্ষক আমার কাছ থেকে ২০ লক্ষ টাকা চেয়ে বসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রার্থীদের কাছ থেকে ঘুষ হিসেবে নেওয়ার কথা অস্বীকার করে বলেন, নিয়োগের খরচ হিসেবে সামান্য কিছু টাকা আমরা নিয়ে থাকি।বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদকে দফায় দফায় ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম বলেন, আগামীকাল সোমবার বিদ্যালয়ে নিয়োগবোর্ড হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত আর্থিক লেনদেনের বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

একসাথে এসএসসি পাস করলেন সেই ২ নারী জনপ্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করা সেই ৩ নারী জনপ্রতিনিধি ২ জন …