নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / মাঠে মাঠে ঘুরে শ্রমিকদের সাথে কথা বলছেন গুরুদাসপুরের ইউএনও

মাঠে মাঠে ঘুরে শ্রমিকদের সাথে কথা বলছেন গুরুদাসপুরের ইউএনও

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ

মাঠে মাঠে ঘুরে ধান কাটা শ্রমিকদের সাথে কথা বলছেন গুরুদাসপুরের ইউএনও তমাল হোসেন। সোমবার দুপুরে তিনি উপজেলার বিভিন্ন মাঠে ধান ক্ষেত পরিদর্শনে যান।

সেখানে তিনি শ্রমিকদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের ব্যবস্থা করেন। শ্রমিকদের থাকার জন্য যে সকল বন্যার আশ্রয়কেন্দ্র রয়েছে সেগুলো তিনি পরিদর্শন করেন। এ সময় এই সময় তাদের বাসস্থান, স্বাস্থ্য সেবা এবং খাদ্য সহয়তা সহ অনান্য সকল সমস্যা সমাধান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ডাঃ মেসবাউল ইসলাম সেতু এবং কৃষি অফিসার আব্দুল করিম প্রমুখ। ইউএনও ধন্যবাদ জানান তাদের সার্বিক সহযোগিতার জন্য। পরিদর্শনকালে উপজেলা নির্বাহি অফিসার তমাল হোসেন জানান, কৃষকরা বাংলাদেশের প্রাণ। সোনালি ফসল ফলানো এই সব মানুষের পাশে থাকতে চাই সব সময় ।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:নাটোর সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তারুল ইসলাম আলমের ২জন কর্মী-সমর্থকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *