নিজস্ব প্রতিবেদক:
সিংড়ার নাগর নদে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার হাউরি উৎসব শুরু হয়েছে। শনিবার উপজেলার খরসতি এলাকায় এই উৎসবে অংশ গ্রহণ করেন এলাকার প্রায় ১৫ গ্রামের মানুষ।
আর স্বল্প সময়ের মধ্যেই উৎসবটি হৈ-হুল্লোাড় উৎসবে পরিণত হয়। চাকজাল মাছ ধরে উৎসব করতে দেখা যায়।
এসময় এই উৎসব দেখতে নদের পাড় জুড়ে ভীড় জমায় সকল বয়সের নারী-পুরুষেরা। কিন্তু কালের বিবর্তনে আগের মতো মাছ না থাকলেও জনতার মাঝে উৎসবের যেন কোন কমতি নেই।
আরও দেখুন
তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু
নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …