শুক্রবার , মার্চ ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / মাছ ধরার উৎসব সিংড়া

মাছ ধরার উৎসব সিংড়া

নিজস্ব প্রতিবেদক:
সিংড়ার নাগর নদে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার হাউরি উৎসব শুরু হয়েছে। শনিবার উপজেলার খরসতি এলাকায় এই উৎসবে অংশ গ্রহণ করেন এলাকার প্রায় ১৫ গ্রামের মানুষ।
আর স্বল্প সময়ের মধ্যেই উৎসবটি হৈ-হুল্লোাড় উৎসবে পরিণত হয়। চাকজাল মাছ ধরে উৎসব করতে দেখা যায়।

এসময় এই উৎসব দেখতে নদের পাড় জুড়ে ভীড় জমায় সকল বয়সের নারী-পুরুষেরা। কিন্তু কালের বিবর্তনে আগের মতো মাছ না থাকলেও জনতার মাঝে উৎসবের যেন কোন কমতি নেই।

আরও দেখুন

নাটোরের নলডাঙ্গায় স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা, ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় মোঃ হিমেল হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রকে বাড়ি থেকে ডেকে …