নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / মনোনয়ন জমা না নেয়ায় হিলিতে তৃণমূল বিএনপি প্রার্থীর সংবাদ সন্মেলন

মনোনয়ন জমা না নেয়ায় হিলিতে তৃণমূল বিএনপি প্রার্থীর সংবাদ সন্মেলন


নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুর-৬ আসনে মনোনয়ন পত্র দাখিলে নির্ধারিত সময়ের ১ মিনিট পরে মনোনয়ন পত্র জমা না নেয়ার অভিযোগে হিলিতে সংবাদ সম্মেলন করেছেন তৃণমূল বিএনপির প্রার্থী মোফাজ্জল হোসেন। বৃহস্পতিবার রাত ১০ টায় হাকিমপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে তৃণমূল বিএনপির প্রার্থী মোফাজ্জল হোসেন অভিযোগ করেন, বেলা ৪ টা ১ মিনিটে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার জন্য উপস্থিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা অমিত রায় মনোনয়ন পত্র গ্রহণ না করে তাদের ফিরিয়ে দেন। নির্ধারিত সময় অতিক্রম হয়ে গেছে বলে তাদের সাফ জানিয়ে দেন।

মোফাজ্জল হোসেন অভিযোগ করেন, অন্যান্য স্থানে বেলা ৪ টার পরেও মনোনয়ন পত্র জমা নেয়া হলেও হাকিমপুরে ১ মিনিট অতিক্রম হওয়ায় মনোনয়ন পত্র জমা নেয়া হয়নি। তার মনোনয়ন জমা নেয়ার দাবি জানান তিনি।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা অমিত রায় জানান, প্রার্থী নির্ধারিত সময়ে মনোনয়ন দাখিল করতে না পারায় তার মনোনয়ন পত্র জমা নেয়া হয়নি।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …