নীড় পাতা / জেলা জুড়ে / ভ্যানে চড়ে বন্যার্ত এলাকা ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী পলক

ভ্যানে চড়ে বন্যার্ত এলাকা ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় অতি মাত্রায় বৃষ্টির কারনে এবার সিংড়ায় বিভিন্ন এলাকায় বন্যার অবনতি হয়েছে। এবং বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। নদীতে পানির চাপ বেশি থাকায় সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নদীর বাধ ভেঙ্গে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে, কর্মহীন হয়ে পরেছে এলাকার শ্রমজীবি মানুষ এবং আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে।

এর মধ্য কলম ইউনিয়নে কলকলি নদীর বাধ ভেঙ্গে বেশ কিছু গ্রাম এবং ধানের জমি হুমকীর মুখে পড়েছে। বুধবার দুপুরে ভ্যানে চড়ে কলম ইউনিয়নের বন্যার্ত এলাকা ঘুরে দেখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

তিনি এসময় বাধ নির্মাণকাজ পরিদর্শন এবং কলম ইউনিয়নে বন্যাত আশ্রয় কেন্দ্রে ত্রান বিতরণ করেন।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …