নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / ভোল পাল্টালেন উপজেলা ছাত্রলীগ সভাপতি!

ভোল পাল্টালেন উপজেলা ছাত্রলীগ সভাপতি!

নিজস্ব প্রতিবেদক,গুরুদাসপুর:অবশেষে ভোল পাল্টালেন নাটোরের গুরুদাসপুর পৌরসভা নির্বাচনের মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাঁধন।এর আগে ২০ ডিসেম্বর সমর্থকদের নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র দেন তিনি। ১৬ই জানুয়ারী পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থীতা প্রত্যাহারে সিদ্ধান্ত নিয়েছেন।

গত ২৫ ডিসেম্বর শুক্রবার রাত ৮টায় গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় শিক্ষা সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাঁধনের সমর্থক গোষ্টির আয়োজিত প্রার্থীতা প্রত্যাহারের মতামত বিনিময় সভায় ওই কথা জানান,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী নেতা আলহাজ্ব আয়নাল হক তালুকদার। অন্যদের মধ্যে ব্যবসায়ী গিয়াস উদ্দিন, ৬ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি বাহার মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

উপস্থিত কর্মী,সমর্থকদের মধ্যে মিশ্র মতামত থাকলেও আগামীর রাজনৈতিক ক্যারিয়ারের কথা মাথায় রেখে অধিকাংশের মতের ভিক্তিতে প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বলে জানান তিনি।

বাঁধন জানান,আমি আ.লীগ পরিবারের জন্মগ্রহণ করেছি। আমার পরিবার আ.লীগ পরিবার। আমি আ.লীগ রাজনীতির সাথে যুক্ত। দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। দলের বাইরে আমি নই। দলীয় সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাতেই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আজ পর্যন্ত যারা আমার পাশে থেকে ভালো কাজ ও নির্বাচনী প্রচারনায় সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আগামীতেও সবাইকে পাশে পাবার আশা তার।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …