নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলার স্বীকৃতি পাচ্ছে ঈশ্বরদী

ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলার স্বীকৃতি পাচ্ছে ঈশ্বরদী

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলা। আগামীকাল ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবেন বলে নিশ্চিত করেছে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস।

২০ জুলাই বুধবার ঈশ্বরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রেসবিফিং এ এই সিদ্বান্ত গ্রহণের কথা জানানো হয়। এর মাধ্যমে পাবনা জেলার একমাত্র উপজেলা হিসেবে এবং রাজশাহী বিভাগের মধ্যে প্রথম একটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন পরিবারমুক্ত ঘোষণা করা হবে।

ইতোমধ্যে ঈশ্বরদী পৌর এলাকাসহ সবগুলো ইউনিয়ন এলাকায় জরিপ করে ভূমিহীন ও গৃহহীন পরিবার ঈশ্বরদীতে নেই বলে নিশ্চিত করেছে স্ব-স্ব বিভাগ ও ইউনিয়ন পরিষদ। সেকারণে পাবনা জেলার একমাত্র ও রাজশাহী বিভাগের মধ্যে প্রথম ঈশ্বরদী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন পরিবারমুক্ত উপজেলা হিসেবে স্বীকৃতিও প্রদান করা হবে।

এসময় ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ঈশ্বরদীর বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প এবং আদিবাসী পল্লীতে নির্মাণকৃত এসব বাড়ি তৈরির সময় সর্বোচ্চ মান বজায় রাখার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের তথ্য মতে ও অনুসন্ধানের ভিত্তিতে জানতে পেরেছি বর্তমান সরকারের গৃহহীন পরিবারমুক্ত প্রকল্পের আওতায় গৃহহীনদের পুনবার্সনে ঈশ্বরদীতে গৃহহীন ও ভূমিহীন পরিবার নেই। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্যান্য এলাকাসহ ঈশ্বরদীকে আগামী ৩০ জুন ভূমিহীন ও গৃহহীন পরিবারমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করবেন।

ইউএনও বলেন, গৃহহীন প্রকল্পের আওতায় ঈশ্বরদীতে ১৬৩ জন গৃহহীন পরিবার জমিসহ নতুন বাড়ি পেয়েছেন। আরও ৩৬ জন গৃহহীন পরিবারকে নতুন বাড়ি তৈরি করে দেওয়ার জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে। আদিবাসীদের জন্য ২০টি নতুন বাড়ি নির্মাণ করা হয়েছে। সব মিলে ঈশ্বরদীতে এই বাড়ির সংখ্যা ২১৯টি। পরবর্তীতে গৃহহীন পরিবার খুঁজে পেলে তাদেরও বাড়ি তৈরি করে দেওয়া হবে। তবে আপাতদৃষ্টিতে উপজেলার সব গ্রামে খোঁজ নিয়ে গৃহহীন ও ভূমিহীন পরিবার এখন আর খুঁজে পাওয়া যায়না।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …