নীড় পাতা / আইন-আদালত / ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতীতে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে নলকুড়া ইউপি চেয়ারম্যানসহ ২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্থকৃতরা হলেন উপজেলার ৩ নং নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, ওই ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়াডের সংরক্ষিত মহিলা সদস্য রহিমা বেওয়া ও ৭ নং ওয়াডের সদস্য খায়রুল এনাম চাঁন।

৩১ আগষ্ট স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, ওই ২ সদস্যের যোগসাজসে ১২৪ টি ভিজিডি কার্ডের চাল ১৮ মাস আত্বসাতের অভিযোগে তাদেরকে বরখাস্থ করা হয়েছে। এ ব্যাপারে নলকুড়া ইউপি চেয়াম্যান আইয়ুব আলী ফর্সার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ জানান, স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন মন্ত্রনালয় থেকে তিনজনকে সাময়য়িক বরখাস্তের আলাদা আলদা কপি পাওয়া গেছে।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …