নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভায় জাতীয় শোক দিবস পালন

বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভায় জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার। পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী রফিক, সাবেক প্রচার সম্পাদক আব্দুল বারেক, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, শ্রমিক লীগ নেতা রবিউল করিম, যুবলীগ নেতা জাহাঙ্গীর
আলম বাবর ও কাওসার আহমেদ অপু, পৌর যুবলীগের আহবায়ক সাইদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাদেমুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেলিম হোসেন বক্তব্য রাখেন।

অপরদিকে, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী। সভায় নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাউন্সিলর শরীফুন্নেসা শিরিন ও শহিদুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চেয়ারম্যান কেএম জামিল হোসেন বক্তব্য রাখেন।

আরও দেখুন

নন্দীগ্রামে সাংবাদিকদের ঐক্য গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিকদের ঐক্য গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১১ মে) …