নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ৩০ শিক্ষার্থী পেল বাইসাইকেল

বড়াইগ্রামে ৩০ শিক্ষার্থী পেল বাইসাইকেল

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:

নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচীর আওতায় ২০১৯-২০ অর্থ বছরে উপজেলার ৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে এসব সাইকেল বিতরণ করেন। ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ও জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা সভাপতি যাদু কুমার দাস উপস্থিত ছিলেন।


আরও দেখুন

নন্দীগ্রামে সাংবাদিকদের ঐক্য গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিকদের ঐক্য গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১১ মে) …